Sunday, September 25, 2016

বেকারত্ব হ্রাসের উপায়

বরাবর মাননীয় সংসদ সদস্য কিশোরগন্জ-৪(মিঠামইন, ইটনা, অষ্ট্রগ্রাম), কিশোরগন্জ। বিষয়:আউটসোর্সিং ট্রেনিং সেন্টার স্তাপনের মাধ্যমে বেকারত্ব হ্রাস প্রসঙ্গে। জনাব, আস্সালামু আলাইকুম।যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে,আমরা মিঠামইনের অধিবাসী। আপনার দেশ সেবামূলক কার্যক্রমে আমাদের মিঠামইনে অনেক অনেক উন্নত স্বাধন হয়েছে। আপনি রাস্তাঘাট নির্মান,বিদ্যুৎ ব্যাবস্তার উন্নয়ন,ব্রীজ নির্মাণ,কৃষি উন্নয়ন,নদী খনন,দরিদ্রদের আর্থিক সহায়তা, বয়স্কদের সহায়তা ও ন্যয়বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নমূলক কাজ করেছেন।আপনার মতো একজন দেশ সেবক যোগ্য নেতা পেয়ে আমরা অনেক আনন্দিত ও গর্বিত। Hi আপনি হয়ত জানেন আমাদের মিঠামইনে আনুমানিক প্রায় ১০০০০/১৫০০০ শিক্ষিত অশিক্ষিত তরুণ- তরুণী আছেন যারা বেকার জীবন যাপন করছে। তারা শত চেষ্টায়ও কোনো কর্মসংস্থানে অংশ নিতে পারছেনা। সেই বেকারদের যদি আউট সোর্সিং এর উপর উপযুক্ত প্রশিক্ষন দেয়া যাই তাহলে তারা আর বেকার থাকবেনা। ঘরে বসেই তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে স্বাবলম্বি হয়ে পরিবার, দেশ ও সমাজের মূখ উজ্জল করবে বলে আমি মনে করি। আর এর জন্য মিঠামইনে আউট সোর্সিং ট্রেনিং সেন্টার স্তাপন খুব জরুরি এবং অনেক গুরুত্বপূর্ন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপর্যুক্ত বিষয় পর্যালোচনা পূর্বক আমাদের মিঠামইনে আউট সোর্সিং ট্রেনিং সেন্টার স্তাপনে আপনার যেন সদয় মর্জি হয়। নিবেদক মিঠামইন বেকার তরুণ তরুণিদের পক্ষে এসএম আইয়ুব মুক্তিযুদ্ধা আব্দুল হক কলেজ বি এস এস ২য় বর্ষ

Friday, September 2, 2016

বেকারদের বেদনা ( এস এম আইয়ুব)

>বেকার যুবকদের রক্ত চুষে খাচ্ছে সরকার<
যারা শিক্ষিত বাট বেকার। তারা যখন কোনো চাকরিতে দরখাস্ত করতে যাই সরকার তাদের কাছ থেকে৫০/৫০০৳ফি নেই। সরকার কি কখনো ভেবে দেখেছে ?যে, তারা রোজগার করে না এই টাকাটা কোথায় থেকে আসে। কারো বাবা রিকসা চালিয়ে,কারো বাবা দিন মজুরি দিয়ে, কেউ বা ১মাস ছাত্র পড়ায়ে,কেউ বা একবেলার বাজার কমিয়ে, কেউ বা দীর্ঘ দিনের আশা নতুন জামা কেনা বন্ধ দিয়ে, কেউ জমানো ব্যাংটা ভেঙ্গে,কেউ ধার নিয়ে আবার কেউ ঋন নিয়ে, কেউ প্রতারনা করে আরো অনেক সমস্যায় নিজেকে ফেলে দিয়ে এই ফি টা প্রধান করে। সর্বাদিক বিবেচনাই দেখা গেছে এই টাকাটা তাদের রক্তের সাথে সামিল। তাদের রক্ত দিয়েই এই ফি টা প্রধান করা হয়। তারপরও দেখা গেছে কোন নিয়োগ একবার দেয়ার পর চাকরি না দিয়েই আবার নিয়োগ দেয়। আর নিচ দিয়ে লেখা থাকে " পূর্বে যারা আবেদন করেছেন তাদেরও আবেদন করতে হবে" ।পরে চাকরির কথাটা না হয় না ই বললাম। কোনো প্রতিবন্ধিদের চেয়েও তাদের জীবন বিষময়। বর্তমানে বাংলাদেশে সবার চেয়ে বেশি অসহায়ের স্থানে আছে এই বেকার দল। তাদের কথা ভাবার মতো কেউ নেই। তাদের নিকটে আসলে শুনতে পারবেন, আর্তনাতে বলছে " আমায় বাচতে দাও, আমায় বাচতে দাও--------------। জানিনা এই আর্তনাথ কখন শেয হবে।
এসএম আইয়ুব
মুক্তিযুদ্ধা আব্দুল হক কলেজ,মিঠামইন
বি এস এস
২য় বর্ষ

Sunday, August 28, 2016

Love joks

Life-without love Labanahina like tarakarira. Life-loving Saraksana just tension. The loss of life-love Survivors from the death.  '' Then some will come to think of? '