>বেকার যুবকদের রক্ত চুষে খাচ্ছে সরকার<
যারা শিক্ষিত বাট বেকার। তারা যখন কোনো চাকরিতে দরখাস্ত করতে যাই সরকার তাদের কাছ থেকে৫০/৫০০৳ফি নেই। সরকার কি কখনো ভেবে দেখেছে ?যে, তারা রোজগার করে না এই টাকাটা কোথায় থেকে আসে। কারো বাবা রিকসা চালিয়ে,কারো বাবা দিন মজুরি দিয়ে, কেউ বা ১মাস ছাত্র পড়ায়ে,কেউ বা একবেলার বাজার কমিয়ে, কেউ বা দীর্ঘ দিনের আশা নতুন জামা কেনা বন্ধ দিয়ে, কেউ জমানো ব্যাংটা ভেঙ্গে,কেউ ধার নিয়ে আবার কেউ ঋন নিয়ে, কেউ প্রতারনা করে আরো অনেক সমস্যায় নিজেকে ফেলে দিয়ে এই ফি টা প্রধান করে। সর্বাদিক বিবেচনাই দেখা গেছে এই টাকাটা তাদের রক্তের সাথে সামিল। তাদের রক্ত দিয়েই এই ফি টা প্রধান করা হয়। তারপরও দেখা গেছে কোন নিয়োগ একবার দেয়ার পর চাকরি না দিয়েই আবার নিয়োগ দেয়। আর নিচ দিয়ে লেখা থাকে " পূর্বে যারা আবেদন করেছেন তাদেরও আবেদন করতে হবে" ।পরে চাকরির কথাটা না হয় না ই বললাম। কোনো প্রতিবন্ধিদের চেয়েও তাদের জীবন বিষময়। বর্তমানে বাংলাদেশে সবার চেয়ে বেশি অসহায়ের স্থানে আছে এই বেকার দল। তাদের কথা ভাবার মতো কেউ নেই। তাদের নিকটে আসলে শুনতে পারবেন, আর্তনাতে বলছে " আমায় বাচতে দাও, আমায় বাচতে দাও--------------। জানিনা এই আর্তনাথ কখন শেয হবে।
এসএম আইয়ুব
মুক্তিযুদ্ধা আব্দুল হক কলেজ,মিঠামইন
বি এস এস
২য় বর্ষ
দারুন লেখেছেন।ধন্যবাদ
ReplyDeleteok
Delete